হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম বললেন, ''তুমি কি তা (নসিহত) গ্রহণ করবে?''
লোকটি বলল, 'হ্যাঁ।'
ইমাম বললেন, “ধৈর্য্যকে তোমার বালিশ (অর্থাৎ নির্ভরতার ভিত ও অবলম্বন) বানিয়ে নাও, দারিদ্রতাকে আলিঙ্গন করো, আমোদ-প্রমোদ ও আভিজাত্যপূর্ণ জীবন ত্যাগ করো, নফসের কামনা বাসনার বিরোধিতা করো এবং জেনে রাখো যে, তুমি কখনই আল্লাহর দৃষ্টিসীমার বাইরে নও... অতঃপর উপলব্ধি করো যে তুমি কী অবস্থায় আছো (এবং এভাবেই জীবনযাপন করো)!
[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ৭২৬]
[সংযুক্তি: হাদীসটিতে দারিদ্র্যতাকে আলিঙ্গন করা বলতে স্বেচ্ছায় দরিদ্র হওয়াকে নির্দেশ করা হয়নি বরং কখনো দারিদ্র্যতা এলে হতাশ হয়ে ভেঙে না পড়ে তার সাথে মানিয়ে নিয়ে জীবনযাপনে অভ্যস্ত হতে বলা হয়েছে (অতঃপর দারিদ্র্যতা কাটিয়ে উঠতে সর্বাত্মক চেষ্টা করতে বলা হয়েছে)...!]
আপনার কমেন্ট